সানজানা শিরীন। সাধারণ পরিবারের মেয়ে। পেশায় মেডিকেল এসিস্ট্যান্ট। তবে অস্ত্রোপচার ছাড়া নরমাল ডেলিভারিতে সন্তান জন্মদানই তার লক্ষ্য।
এখন পর্যন্ত ৪৩৩ টি নরমাল ডেলিভারি করেছেন সানজানা। সেই সাথে ৫ হাজারের উপর মুমূর্ষু রোগীর জন্য করে দিয়েছেন রক্তের ব্যবস্থা।
বর্তমানে কাজ করছেন মৌলভীবাজারের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে। চা বাগানের অসহায় প্রসুতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কাজ করছেন এই নারী। তার এমন কাজে খুশি স্থানীয় শ্রমিকরাও।
সানজানার এমন কাজের প্রশংসা করেছেন বিএমএ নেতা এবং জেলার সিভিল সার্জন।
অস্ত্রোপচার ছাড়া নরমাল ডেলিভারির বিষয়ে নারীদের সচেতন করার কাজও করছেন মৌলভীবাজারের সানজানা।
ভিডিওতে সানজানা শিরীনকে নিয়ে প্রতিবেদন-