channel 24

সর্বশেষ

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে...

  • নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রাবিরতিতে লন্ডনে প্রধানমন্ত্রী

  • কক্সবাজারের উদ্দেশে সড়ক পথে আ.লীগের সাংগঠনিক সফর শুরু...

  • নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে: কুমিল্লায় সেতুমন্ত্রী

  • রেলপথের মতো সড়কপথের প্রচারণাতেও ব্যর্থ হবে আ.লীগ: রিজভী

  • ২০১৮'র শেষ অথবা ২০১৯'র শুরুতে জাতীয় নির্বাচন: সিইসি...

  • আইনগত ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার করা হবে

  • নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি; ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

রাজধানীতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে বহু রোগী চিকিৎসা নিচ্ছেন আক্রান্ত হয়ে। গত আগস্টেই ১০ জন রোগী এতে প্রাণও হারিয়েছেন। ফলে সাধারণ জ্বরও অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের। রক্ত পরীক্ষার পাশাপাশি ওষুধ ও তরল খাবার খেতে বলছেন তারা। একইসাথে বাসাবাড়িতে যেন কোথাও পানি না জমতে পারে সেদিকেও খেয়াল রাখার তাগিদ চিকিৎসকদের।

গত বছরের এই সময়টায় রাজধানীবাসীকে ভুগিয়েছে চিকনগুনিয়া জ্বর। আর এ বছর ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতে এখন যে রোগীরা ইনডোর-আউটডোরে চিকিৎসা নিচ্ছেন তাদের বেশীরভাইগই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। প্রচন্ড জ্বরের পাশাপাশি শরীর ব্যাথা, র‍্যাশ কারও ক্ষেত্রে দেখা দিচ্ছে বমির লক্ষণও।

সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। তবে গেলো কয়েক বছরের তুলনায় এবছর এর প্রকোপ বেশী। স্বাস্থ্য অধিদপ্তরের

তথ্য মতে, শুধু আগস্ট মাসেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজারেরও বেশী রোগী। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন। চলতি মাসের তিনদিনেই ডেঙ্গু রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন দেড় শতাধিক।

ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাকছুদুর রহমান বলেন, জ্বর মানেই ডেঙ্গু নয়। প্রথম তিনদিনে জ্বর না কমলে কিংবা শুরু থেকেই যদি ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাথে বাসা বাড়িতে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখার তাগিদও দিলেন চিকিৎসকরা।

সিটি করপোরেশন থেকে জানায়, বছরজুড়ে দুই সিটি করপোরেশনে মশা নিধনে থাকে নানা উদ্যোগ। আছে এ বছরও। তবে নগরীকে মশামুক্ত করতে তা ভূমিকা রাখছে সামান্যই। গেলো মে মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ এলাকায় এক অভিযানে আঠারোটি বাড়ির ১১টিতেই এডিস মশার লার্ভা পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খবর