৩০ সপ্তাহ গর্ভে থেকে মায়ের কোল আলো করে আসে ইসমাইল। বয়স যখন চারমাস তখন কোনো কিছু দিলে হাতে নিতে চাইতো না সে। চিন্তিত বাবা মা সন্তানকে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান, অনেক দেরি করে ফেলেছেন তারা। এরই মধ্যে বা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ইসমাইলের। ডান চোখও আংশিক ক্ষতিগ্রস্ত।
ইসমাইলের মতো মারিয়ামও মাত্র ২৮ সপ্তাহ গর্ভে থেকে পৃথিবীতে এলেও অন্ধত্ব থেকে পুরোপুরি মুক্ত সে। কারণ মারিয়ামের বাবা মা জন্মের ৩০ দিনের মাথায় তার আরওপি পরীক্ষা করিয়েছিলো।
একটি বেসরকারি গবেষণা বলছে, দেশে ১২ শতাংশ নবজাতকই অন্ধত্বের ঝুকি নিয়ে জন্ম নিচ্ছে। তাই ৩৪ সপ্তাহের আগে জন্ম নেয়া এবং ২ কেজি কম ওজনের শিশুদের দ্রুত আরওপি পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের।