সৈয়দ হকের এ কবিতা যেন মনে করিয়ে বাঙালি জাতির গর্বিত ইতিহাসগাঁথা শিমুল মুস্তাফার কণ্ঠে তা যেন পায় ভিন্ন এক মাত্রা। একের পর এক আবৃত্তি, সাথে সংগীত ও বাদ্যযন্ত্রের ফিউশন যা শ্রোতাদের দেয় ভিন্ন এক অভিজ্ঞতার স্বাদ।
প্রয়াত আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জুর স্মরণেই আয়োজনের পুরোটা তাই যেন শিরোনামও ' যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়'।
রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মঞ্চে নান্দনিক এ আবৃত্তি-সন্ধ্যার নেপথ্য কারিগর 'বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি'। কথা-কবিতা আর কবিতায় জয়গানে শেষ হয় পুরো আয়োজন।