ইট-কাঠের ব্যস্ত নগরী রাজধানীবাসীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র রাজধানীর শিল্পকলা একাডেমি। ছুটির দিনে তাই এই প্রাঙ্গণ ভরে ওঠে সংস্কৃতিপ্রেমীদের পদচারণায়।
দুপুর গড়িয়ে বিকেল হতেই পরিবার পরিজন কিংবা বন্ধু-সহকর্মীদের নিয়ে কেউ আসেন নাটক উপভোগে, কেউ গল্প-আড্ডায় মাততে আবার কেউ আসেন অলস সময় কাটাতে।
বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই যখন দশদিক অন্ধকারে ছেঁয়ে যায় তখন মঞ্চে দেখা মেলে আলোর ঝলকানি। প্রাঙ্গণে ঘুরতে-ফিরতে থাকা মানুষগুলো তখন দৃশ্যকাব্যের মন্ত্রমুগ্ধ দর্শক।
শুক্রবার একাডেমির পরিক্ষণ থিয়েটারে 'একা এক নারী' আর স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হয় নাটক 'পুতুলটিকে দেখে রেখো'। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী চিত্র প্রদর্শনী চলছে জাতীয় চিত্রশালায়।