চলতি বছর ত্রিশের অধিক ছবি মুক্তি পেলেও দর্শক পেয়েছে কেবল 'পাসওয়ার্ড' ও 'নোলক'। দুটি সিনেমাই মুক্তি পেয়েছিলো রোজার ঈদে।
রোজার ঈদের পর দেশের প্রেক্ষাগৃহে ৫টি ছবি মুক্তি পেলেও ১টি দেশের আর চারটিই ছিলো কলকাতা থেকে আমদানি করা। যার সবগুলোতেই লোকসান গুনেছেন হল কর্তৃপক্ষ।
এমন বাস্তবতায় আসছে কোরবানীর ঈদ নিয়ে যখন আশায় বুক বাঁধার কথা হল কর্তৃপক্ষের ঠিক তখনই সেখানে হতাশার গল্প। কারণ, ঈদের আর দিন ১১ বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি ছবি মুক্তির তালিকা।
কাজ শেষ না হলেও এরই মধ্যে মুক্তির মিছিলে যোগ দিয়েছে 'মনের মতো মানুষ পাইলাম না'। শাকিব-বুবলী জুটির সিনেমাটির সাথে নাম আছে গেলো কোরবানীর ঈদে আলোর মুখ দেখা 'বেপরোয়া'।
শোনা যাচ্ছে 'শাহেনশাহ' সিনেমাটিও ঈদে মুক্তি পাবে। যদিও এখনো প্রচারণায় নামেনি ছবির প্রযোজনা সংস্থা। পরিচালক অনন্য মামুনের 'বন্ধন'র অবস্থাও একই।