অভিনেতা কমল হাসানের নতুন ছবির সংগীত পরিচালক এ আর রহমান। 'তালাইভান ইরুকিন্দ্রান' সিনেমার গান তৈরির সময়কার একটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে নতুন প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজন।
২৬ জুলাই মুক্তি পাবে অভিনেতা অমরেশ পুরির নাতি বর্ধন পুরির প্রথম ছবি 'পাগল'। নিজের প্রথম কাজটি দাদুকে উৎসর্গ করেছেন বর্ধন। রোমান্টিক থ্রিলারর্ধমী সিনেমাটি পরিচালনা করেছেন 'চেরা রুপারেল'।
'সাহো' ছবির ৮ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে খরচ হয়েছে ৭০ কোটি রুপি। এর আগে, ভারতীয় কোন ছবিতে একটি দৃশ্য ধারণের জন্য এতো খরচ হয়নি। সুজিত পরিচালিত 'সাহো' ১৫ আগস্ট মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তিতে এবার কোনো পুরুষ নয় 'জেমস বন্ড' হিসেবে দেখা যাবে একজন কৃষ্ণাঙ্গ নারীকে। ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর নাম লাশানা লিঞ্চ। এর আগে 'ক্যাপ্টেন মার্ভেল'-এ বিমান বাহিনীর পাইলট চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ব্রিটিশ এই তরুণী। ২৫তম বন্ড ছবি মুক্তি পাবে ২০২০ সালের ৮ এপ্রিল।
চলচ্চিত্রের মাধ্যমে যেসব তরুণ নির্মাতারা সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছেন, তাদের সিনেমা নিয়ে 'বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম' আয়োজন করতে যাচ্ছে 'তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী'।
আসছে শুক্রবার থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র মিলনায়তনে দেখানো হবে ছবিগুলো। দর্শনীর অর্থ অংশ নেওয়া নির্মাতাদের সহায়তায় প্রদান করা হবে।