দেব-পাওলি দাম অভিনীত সাঁঝবাতিতে ছকভাঙার গল্পেই যে চিত্রনাট্যের ছক এঁকেছেন ক্যাপ্টেন অব দ্য শিপ, মানে ছবিটির পরিচালক নিজেই। তাও আবার একজন নয় দুই দুইজন।
খুবই সাধারন গল্পের পটভুমিতে এই মুহুর্তে সল্টলেকে চলছে ছবিটির দৃশ্যধারনের কাজ। যেখানে একই ফ্রেমে বন্দি হয়েছে একাল আর সেকাল। অগ্রজ-অনুজের এই রসায়নে দেবের সাথে যে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দেবের কাছে যা ড্রিম কামস ট্রু।
শুধুই কি তাই প্রথমবারের মতো জুটি হিসেবেও পাওলি আর দেবের কাছে সাঁঝবাতির আবেগ কিছুটা হলেও অন্যরকম। ছবিতে নিজেদের চরিত্র নিয়েও উচ্ছস্বিত এই দুই তারকা। দুজনেরই অভিমত, দর্শকের মনে গেঁথে থাকবে সাঁঝবাতি।