channel 24

সর্বশেষ

  • ভারী ট্রাক চলাচলে গোপালগঞ্জের কালনা ফেরিঘাট থেকে ভাটিয়াপাড়া সড়কের বেহাল দশা

  • নিষিদ্ধ সময়ে চারঘাট সীমান্তে পদ্মায় ইলিশ ধরেন ভারতীয় জেলেরা; বিএসএফের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ

  • ঢাকা উত্তর সিটির আলোচিত কাউন্সিলর রাজিব গ্রেপ্তার; কার্যালয়সহ বাসায় তল্লাশি; অস্ত্র ও মাদক উদ্ধার

পাসওয়ার্ড ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ

পাসওয়ার্ড ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ

পাসওয়ার্ড আর গোপন নেই কোড জেনে ফেলেছে দর্শক। আর তাইতো বিড়ম্বনারও অন্ত নেই অভিনেতা আর প্রযোজক শাকিব খানের। গেলো ঈদে মুক্তি পাওয়া খান সাহেবের পাসওয়ার্ড নিয়ে ঘোলা হচ্ছে জল। কারণ আর কিছুই নয় সিনেমাটির বিরুদ্ধে উঠেছে কপি-পেষ্টের অভিযোগ।

সুস্থ চলচ্চিত্রের স্বার্থে 'পাসওয়ার্ড'র বিরুদ্ধে সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ করেছেন আনন্দ কুটুম নামের এক সিনেমা কর্মী। যে অভিযোগ আমলেও নিয়েছে বোর্ড।  অভিনয় ক্যারিয়ারের ১৫ বছরের মাথায় প্রযোজকের খাতায় নাম লেখান শাকিব খান। ২০১৪ সালে মুক্তি পায় 'হিরো দ্যা সুপারস্টার'।   

২০১২ সালে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের ছবি 'রেভেল'র অনুকরণে 'হিরো দ্যা সুপারস্টার' নির্মাণ করেন পরিচালক বদিউল আলম খোকন। বিগ বাজেটে তৈরি সিনেমাটি নিয়ে সে সময় ব্যাপক সমালোচিত হন প্রযোজক শাকিব খান।

পাঁচ বছরের বিরতি দিয়ে গেলো রোজার ঈদে আলোর মুখ দেখেছে শাকিব খানের প্রযোজনায় নতুন ছবি 'পাসওয়ার্ড'। প্রথমটির মতো দ্বিতীয় ছবিটির বিরুদ্ধেও উঠেছে নকলের অভিযোগ। প্রথমটির গল্প তেলেগু মুভি থেকে নেয়া হলেও দ্বিতীয়টি নির্মাণে দক্ষিণ কোরিয়ার 'দ্যা টার্গেট'র আশ্রয় নিয়েছেন পরিচালক মালেক আফসারী। আর এতে বিব্রত ছবির খল নায়ক।  

কোন কপিরাইট ছাড়াই 'দ্যা টার্গেট'র অনুকরণে 'পাসওয়ার্ড' নির্মাণ করায় সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে লিখিত অভিযোগ করেছেন আনন্দ কুটুম নামের এক চলচ্চিত্র কর্মী। যেটি আমলেও নিয়েছে বোর্ড।

অভিযোগকারীর কাছে প্রশ্ন ছিলো, যে দেশে বছরে নির্মিত শতকরা ৯০ ভাগেরও বেশি ছবির গল্প থাকে নকল সেখানে শুধুমাত্র 'পাসওয়ার্ড'র বিরুদ্ধেই কেন এমন লিখিত অভিযোগ।

খুব শিগগিরই 'পাসওয়ার্ড' ও 'দ্যা টার্গেট' ছবি দুটি দেখবে সেন্সর বোর্ড সদস্যরা। তার পরই জানা যাবে কি ঘটবে শাকিব খানের অর্থে তৈরি সিনেমাটির ভাগ্যে। 

নিউজটির ভিডিও-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর