channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

বাংলা গানের মুকুটহীন সম্রাট বুলবুল খ্যাত কাজী নজরুল ইসলাম

বাংলা গানের মুকুটহীন সম্রাট বুলবুল খ্যাত কাজী নজরুল ইসলাম

বাংলা গানের বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলাম। যার গানের সংখ্যা সাড়ে তিন হাজারের উপর। বিচিত্র সুরের মধুরতায় যিনি এক বিস্ময়কর সুরস্রষ্টা। গানে তাঁর যেমন উঠে এসেছে প্রেম, বেদনা, দ্রোহ, স্বদেশচেতনা তেমনি উঠে এসেছে হিন্দু পুরাণ ও ইসলামী ঐতিহ্য চেতনাও। প্রয়াণের এত বছর পরও বাংলা গানের জগতে যিনি হয়ে আছেন মুকুটহীন সম্রাট।

কাজী নজরুল ইসলাম এক বিস্ময়কর শিল্পস্রষ্টা। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন যিনি 'বিদ্রোহী কবি' অভিধায় যদিও তার বৈচিত্র্যময় শিল্পকুশলতার প্রধান দিক তাঁর গান।

আধুনিক বাংলা গানের জগতে নিয়ে এসেছেন স্বতন্ত্র ধারা। সুরের ঝংকারই শুধু নয়, যে গানের বাণিই হয়ে ওঠে প্রধান উপজীব্য।

নজরুলের গানে উঠে এসেছে যেমন প্রেম, বেদনা, দ্রোহ, দেশচেতনা ও সাম্যবাদ, তেমনি উঠে এসেছে ভারতীয় পুরাণ ও ইসলামী ঐতিহ্যও যার অন্তর্নিহিত বার্তা সম্প্রীতি।  

যে গানের সুরা সৃষ্টি করে গেছেন তিনি, উত্তর-প্রজন্মের সংগীতশিল্পীদের কাছেও তা হয়ে আছে অনুকরণীয়। 'বাংলা গানের বুলবুল' হয়ে আজও যিনি পূজিত হন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

একজীবনে যে সৃষ্টিসম্ভার তা সত্যিই ভুলার নয়, হৃদয়ের বিশাল অঙ্গন জুড়ে যে সুরের বিস্তৃত ব্যাপ্তি। ১২০তম জয়ন্তীতে রইলো ভালোবাসার অঞ্জলি।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর