channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

পাম ডি' অর জিতলেন নির্মাতা বং জুন হো

পাম ডি' অর জিতলেন নির্মাতা বং জুন হো

কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে মর্যাদাজনক পুরস্কার পাম ডি' অর জিতলেন, নির্মাতা বং জুন হো। ডার্ক কমেডি থ্রিলার-প্যারাসাইট ছবির জন্য এ পুরস্কার জেতেন তিনি।

প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবে এ পুরস্কার জেতেন তিনি।  ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান পরিচালকের হাতে তুলে দেন।

‘প্যারাসাইট’ ছবির গল্প চার সদস্যের একটি পরিবারকে ঘিরে। তাদের সবাই বেকার। পাশের বাড়ির ওয়াইফাই গোপনে ব্যবহার করে তারা। ভবিষ্যৎ উজ্জ্বল করতে এক ধনকুবেরের বাড়িতে মিথ্যার আশ্রয় নিয়ে ঢোকে এ পরিবার।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর।

আটলান্টিক ছবির জন্য দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যাঁ প্রিঁ জিতেছেন, ফরাসি-সেনেগালিজ পরিচালক মাতি দিওপ। উৎসবের ৭২ বছরের ইতিহাসে পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্মাতা তিনি। সেরা অভিনেতা আন্তোনিও বান্দেরাস, সেরা অভিনেত্রী এমিলি বিচাম এবং সেরা পরিচালক নির্বাচিত হন, বেলজিয়ান সহোদর জ্যঁ পিয়ের ও লুক দারদেন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর