channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

ঈদে মুক্তির অপেক্ষায় 'প্রেম চোর', অভিষেক হচ্ছে অভিনেতা শান্ত খানের

ঈদে মুক্তির অপেক্ষায় 'প্রেম চোর', অভিষেক হচ্ছে অভিনেতা শান্ত খানের

ঈদ উপলক্ষ্যে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে বেশ তোড়জোড়। উৎসব সামনে রেখে মুক্তির কথা শোনা যাচ্ছে কয়েকটি নতুন চলচ্চিত্রের। যে তালিকায় রয়েছে পরিচালক উত্তম আকাশ নির্মিত 'প্রেম চোর'। আর এই ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা শান্ত খানের।

টিনএজ প্রেমের গল্পে পরিচালক উত্তম আকাশ নির্মান করেছেন 'প্রেম চোর'। ছবিতে বাউন্ডুলে এক তরুণের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও, ঠগবাজি করেই জীবন কাটায় সে। 

অন্যদিকে ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ আছেন লায়লার চরিত্রে। এই তরুণীর প্রেমে পড়ে কীভাবে বদলে যায় শান্তর জীবন সে গল্পেই এগিয়েছে 'প্রেম চোরে'র কাহিনী।

'প্রেম চোর' দিয়েই বড়পর্দায় অভিষেক হবে শান্ত খানের। তিনি বলছিলেন, কাজের অভিজ্ঞতা এবং নেহা আমানদীপের সাথে রসায়ন নিয়ে।সম্পর্কে এই অভিনেতা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সন্তান। জানালেন, অন্য কোনো পরিচয় নয় অভিনয়ের মাধ্যমেই স্থান করতে চান দর্শক মনে।

বর্তমানে চলছে 'প্রেম চোরে'র পোস্ট প্রোডাকশনের কাজ। সেন্সর ছাড়পত্র পেলে ঈদে মুক্তি পাবে ছবিটি।

প্রতিবেদনটির ভিডিও-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর