channel 24

ব্রেকিং নিউজ

  • নুসরাত হত্যা: সাবেক ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেপ্তার

ভৌতিক গল্পের ছবি 'খামোসী'র দৃশ্যধারন হয়েছে ২৫ দিনে

ভৌতিক গল্পের ছবি 'খামোসী'র দৃশ্যধারন হয়েছে ২৫ দিনে

সুপারন্যাচারাল হরর ফিল্ম খামোসিতে চিত্রনাট্যের পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন চাকরী টোলেটি। অস্কারজয়ী এ আর রহমানের সঙ্গীতায়োজনে, ছবির মুখ্য চরিত্রে আছেন দক্ষিন ভারতের নায়িকা তামান্না ভাটিয়া।

বলিউডের ভৌতিক গল্পের ছবি 'খামোসী'র মূখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিন ভারতের নায়িকা তামান্না বাটিয়া। আর খল চরিত্রে আছেন ড্যান্স মাস্টার প্রভু দেবা।  

'খামোসী' চলচ্চিত্র দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন 'তেরে নাম' খ্যাত ভূমিকা চাওলা। তবে নায়িকা হিসেবে নয় ছবিতে তিনি খল নায়িকা।   

ছবি ভারতের হলেও পরিচালক চাকরী টোলেটি সিনেমাটির পুরো শ্যুটিং করেছেন লন্ডনে। সিনেমার চিত্রনাট্যে যেখানে উঠে এসেছে রুদ্ধশ্বাস ভৌতিক নানা ঘটনা।

বসু ভাগানী প্রযোজিত এই সিনেমাটির দৃশ্যধারন করা হয়েছে লন্ডনের একটি শহরে। যেখানে মাত্র ২৫ দিনের মধ্যে ছবির দৃশ্যধারন শেষ হয়।

'খামোসী' চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন অস্কারজয়ী এ আর রহমান। আসছে ৩১ মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর