channel 24

সর্বশেষ

  • ব্রিটেনে তারেক-জোবাইদার ব্যাংক একাউন্ট ফ্রিজ করার নির্দেশ আদালতের

  • নুসরাত হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: এইচ টি ইমাম

  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ মিলেছে

মুক্তির মিছিলে 'ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড'

মুক্তির মিছিলে 'ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড'

২৬ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক কুয়েন্টিন টেরেন্টিনোর নয় নম্বর ছবি 'ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড'। যেখানে তিনি প্রথমবার একফ্রেমে বন্দি করেছেন হলিউডের দুই হার্টথ্রব তারকা ব্র্যাডপিট ও লিওনার্দো ডি ক্যাপ্রিওকে।

সত্তরের দশকের গল্পে তৈরি ছবিতে আরো অভিনয় করেছেন মার্গট রুবি। প্রথমবারের মতো এক ফ্রেমে ব্র্যাডপিট ও লিওনার্দো ডি ক্যাপ্রিও। হলিউডের এই দুই হার্টথ্রবকে একসাথে দেখা যাবে 'ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড' চলচ্চিত্রে।

সাল ১৯৬৯। গ্রীষ্মের বিদায় বেলায় ম্যানসন পরিবারের হাতে নির্মমভাবে খুন হন শ্যারন টেটসহ চার জন। এই হত্যাকাণ্ডের সাথে কীভাবে জড়ায় রিক ডাল্টন ও ক্লিফ বুথ সে গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

ছবিতে নবীন অভিনেতা রিক ডাল্টনের চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথের ভূমিকায় ব্র্যাড পিট আর অভিনেত্রী শ্যারন টেটের চরিত্রে অভিনয় করেছেন মার্গট রুবি।

সবকিছু ঠিক থাকলে আসছে ২৬ জুলাই বড় পর্দায় আলোর মুখ দেখবে পরিচালক কুয়েন্টিন টেরেন্টিনোর নবম ছবি 'ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড'।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর