মার্চের প্রথম দিনে 'দ্য ওয়েডিং গেস্ট' চলচ্চিত্র দিয়ে শুরু হবে তার হলিউড মিশন। যেখানে তার সাথে থাকবেন 'স্লাম ডগ মিলেনিয়ার'-তারকা দেব পাটেল।
অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির পরিচালক মাইকেল উইন্টারবটম। ব্রিটেন থেকে পাকিস্তানে গল্পের নায়ক জয়ের রহস্যজনক আগমন। সাজাচ্ছেন নায়িকা সামিরাকে অপহরণের নকশা।
বিয়ের আসর থেকে সামিরাকে নিয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে জয় পৌঁছে যায় দিল্লী।
শুরু হয় দুজনের পালিয়ে বাঁচার জীবন, সাথে প্রণয়ের সম্পর্ক। এমন গল্পের ছবি 'দ্য ওয়েডিং গেস্ট'।
মাইকেল উইন্টারবটম পরিচালিত সিনেমাটি দিয়ে হলিউডে পা রাখছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপটে। ছবিতে সামিরা চরিত্রের রাধিকা আর জয়ের ভূমিকায় অভিনয় করেছেন দেব পাটেল।
পাকিস্তান থেকে ভারতে আসা একজন ব্রিটিশ মুসলিমের এই জার্নির গল্পে আরও অভিনয় করেছেন জিম সরভ, হরিশ খান্না এবং নিশ নথবনি।
মার্চের প্রথম দিন মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি 'দ্য ওয়েডিং গেস্ট'।