এ মাসটি কেন্দ্র স্টারদের পাশাপাশি বলিউড ছবিতে দেখা যাবে কিছু নতুন মুখ। আসছে ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অ্যামাভাস ছবিটি।
নার্গীস ফাখরি অভিনীত ভৌতিক ঘরনার এই ছবিটি পরিচালনা করেছেন রাগিনী এমএমএস ২ খ্যাত পরিচালক ভূষন প্যাটেল।
এ মাসের সবচেয়ে আলোচিত ছবি গুল্লি বয়। র্যাপ সঙ্গীতের উপর নির্মিত এ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রথম বারের মত র্যাপ গানে কন্ঠ দিয়েছেন রনভীর সিং। যেখানে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।
ছবিটি লিখার পাশাপাশি পরিচালনা করেছেন জোয়া আকতার।এক্সেল এন্টারটেইনমেন্ট প্রোডাকশন ব্যানারে নির্মিত এই ছবিটি ভালবাসা দিবসে মুক্তি পাবে।
মাসের মাঝামাঝি সময়ে নতুন চার মুখ নিয়ে আসছে 'রাজশ্রী প্রোডাকশন'। রাজশ্রীর ফ্যামিলি ফাস্ট তত্ত্বের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্কের উপর নির্মিত এই চলচ্চিত্রটির নাম "হাম চার"।
ছবিটির মূল চরিত্রে দেখা যাবে আনশুমান মালোত্রা, তুষার পান্ডে, শিমরান ও প্রীত কামানীকে। ১৫ ফেব্রুয়ারী আলোর মূখ দেখার অপেক্ষারত চলচ্চিত্রটি লিখার পাশাপাশি পরিচালনা করেছেন অভিষেক দিক্ষীত।
মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে কমেডি মুভি ''টোটাল ধামাল''। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, আরশাদ ওয়ারসীর সাথে ধামাল সিকুয়ালে প্রথমবারের মত দেখা যাবে মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরকে।
ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ফেব্রুয়ারী।