সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন ৪৩ বছর বয়সী এই নারী নির্মাতা।
এর আগে ২০১৬ সালে একই পদ্ধতিতে পুত্র সন্তানের বাবা হন ভাই তুষার কাপুর।
মূলত ভাইয়ের ছেলে লক্ষ্যর সাথে সখ্যতা তৈরির পরই মাতৃত্বের স্বাদ জাগে একতা কাপুরের।
কিন্তু বিয়ের প্রতি অনিহা থাকায় সারোগেসি পদ্ধতি অবলম্বন করেন তিনি। আপাতত নবজাতককে নিয়েই ব্যস্ত আছেন একতা।