শুধু তাই নয় এ সম্পত্তি নিয়ে তার কোন মাথা ব্যথাও নেই বলে জানান প্রীতি। ছোটবেলায় প্রীতি জিনতাকে দত্তক নেন শানদার আমোলী নামের এক ব্যক্তি।
তিনি মারা যাওয়ার পর তার সম্পত্তির অংশ পান প্রীতি। যার বাজার মূল্য ছয়'শ কোটি টাকা।
এই নায়িকার মতে; অন্যের নয় নিজের প্রারিশ্রমিক দিয়েই জীবন-যাপন করতে চান তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রীতি জিনতাকে একজন পাকা ব্যবসায়ীও বলা হয়।