বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আয়োজন করে গেট টুগেদার পার্টি। রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে জমকালো সেই উদযাপনে গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন রূপালি পর্দার একঝাঁক তারকা।
রাজনীতি, ভালোবাসা, মানবতা এই তিনের মিশেলই দহনের পটভূমি। যে চিত্রনাট্যে বদলাচ্ছে প্রেক্ষাগৃহের চিত্রপট হলমুখী হচ্ছেন দর্শকরা।
৩০ নভেম্বর দেশের ৪৭টি প্রেক্ষাগৃহে দহন মুক্তি পেলেও চলতি সপ্তাহে সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৫। গার্মেন্টস কর্মী আশা, আর বস্তিবাসী যুবক তুলাকে কেন্দ্র করে গল্পটা এগোলেও ছবিতে উঠে এসেছে রাজনীতির মারপ্যাঁচে সাধারনের সাধ আর স্বপ্নভঙ্গের চিত্র।
প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের সরব পদচারনায় দহন সাফল্য পেয়েছে বক্স অফিসেও। যা উদযাপনে বলাকা সিনে ওয়ার্ল্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় এই গেট টুগেদার পার্টি। সেখানেই ছবিটি দেখার পর অনুভুতির কথা জানান রূপালি পর্দার তারকারা।
ছবির কেন্দ্রী দুই চরিত্রে অভিনয় করা সিয়াম-পূজা বলছেন, দর্শকের ভালোবাসা বাড়িয়েছে দায়িত্ব। আর ছবি প্রশংসিত হওয়ার উচ্ছ্বসিত প্রযোজক ও পরিচালক।
অনুষ্ঠানে আগত অতিথিদের প্রত্যাশা বছর জুড়েই সরব থাকুক প্রেক্ষাগৃহ, আবারও প্রাণ ফিরে পাক বাংলা চলচ্চিত্র।