ফাল্গুনী সেনের শ্যাম্পেইন রঙের লেহাঙ্গায় রূপালি কারুকাজ খোঁপায় ফুটেছে সাদা গোলাপ কপালের মাঝে ছোট্ট লাল সূর্য্যরঙা টিপ নববধু প্রিয়াঙ্কা যেনো অপ্সরী। সাথে বো টাই আর ব্লু ভেলভেট সুটে নিক জোনাসও যেনো মি. পারফেক্ট।
এমন সাজেই দিল্লির তাজ প্যালেসে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানায় নিকিয়াঙ্কা। যেখানে জড়ো হয়েছিলো বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
জমকালো এই রিসেপশন আরও বিশেষ হয়ে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ মোদির আগমনে। নবদম্পতিকে উপহার হিসেবে তিনি দেন দুটি লাল গোলাপ।
আগামী ১৫ কিংবা ১৬ তারিখে মুম্বাই-এ অনুষ্ঠিত হবে নিকিয়াঙ্কার দ্বিতীয় রিসেপশন যেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হবেন বলিউড বন্ধু সহকর্মীরা।