শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এবছরের বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
২০১১ সাল থেকে তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার দিচ্ছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সমকালের প্রকাশক এ কে আজাদ ও ব্র্যাক ব্যাংকের সিইও।
প্রবন্ধে অধ্যাপক যতিন সরকার আর কথাসাহিত্যে পুরস্কার দেয়া হয় সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন পিয়াস মজিদ।
এতে ক্রেস্ট ও সম্মাননা পত্রের সাথে প্রবন্ধ ও কথাসাহিত্যের জন্য দুই লাখ এবং তরুণ লেখককে দেয়া হয় এক লাখ টাকার চেক