কিন্তু না, যার কথা বলা হচ্ছে তিনি আদতে ভিলেন নন তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এই খিলাড়ি তারকা প্রথমবার অভিনয় করেছেন খল চরিত্রে। ছবির নাম 'রোবট টু পয়েন্ট ও'।
২০১০ সালে মুক্তি পাওয়া 'রোবট' ছবির এই সিক্যুয়ালে অভিনয়ের জন্য অক্ষয় কুমার গুনেছেন একশো কোটি রুপি। তিনিই প্রথম ভিলেন যিনি এতো পারিশ্রমিক পেয়েছেন।
ছবিতে তার চরিত্রের নাম দ্যা ক্রো ম্যান। দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকরের 'রোবট টু পয়েন্ট ও' মুক্তি পাবে ২৯ নভেম্বর।