channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

২১ নভেম্বর আসছে হলিউড মুভি 'ক্রিড টু'

২১ নভেম্বর আসছে হলিউড মুভি 'ক্রিড টু'

ছবির নাম ক্রিড টু। হলিউডের এই সিনেমাটির প্রথম কিস্তি রায়ান কোগলার পরিচালনা করলেও দ্বিতীয় কিস্তির নির্মাতা স্টিভেন ক্যাপেল জুনিয়র।

প্রযোজনা সংস্থার প্রত্যাশা মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির আয় ছাড়িয়ে যাবে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আসছে ২১ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ক্রিড টুতে।

ক্রিড একজন বক্সারের জীবনীকে উপজীব্য করে নির্মিত হলিউড ছবি। রায়ান কোগলার পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে।

তিন বছরের বিরতি দিয়ে এবার নির্মিত হয়েছে এর সিক্যুয়াল ক্রিড টু। যদিও এই সিনেমাটি রোকি ফিল্ম সিরিজের অস্টম পর্ব। আমেরিকান স্পোর্টস ড্রামা ঘরানার ক্রিড টু আলোর মুখ দেখবে আসছে ২১ নভেম্বর।

সম্প্রতি নিউইয়র্কে হয়ে গেল ছবিটির বিশেষ প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ও কলাকুশলিরা।

সিলভেস্টার স্ট্যালোন ও জুল টেলরের লেখা চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন স্টিভেন ক্যাপেল জুনিয়র। আর সহকারি প্রযোজনা করেছেন প্রথম কিস্তির নির্মাতা রায়ান কোগলার।

ক্রিড টুতে দেখা যাবে, অ্যাডোনিস ক্রীডকের বক্সার চ্যাম্পিয়ন, ইভান ড্রেগোরের ছেলে ভিক্টর ড্রেগোকে এবং তার জীবন ও বক্সারের ক্যারিয়ার। যার বাবাকে খুন করা হয় ত্রিশ বছর আগে। আর এই চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্দান।

এছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন, টেসা থম্পসন, উড হ্যারিস, আনদ্রে ওয়ার্ড ও ডলফ লডগ্রেন।

 

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর