সিনেমাটির অভিনেতা গোবিন্দের দাবি, চক্রান্তের মুখে আঁধারেই রয়ে গেছে 'রঙ্গীলা রাজা'। আর তাই, ছবির মুক্তিতে আদালতের দ্বারস্ত হচ্ছেন প্রযোজক।
এরপর এই নায়ক-প্রযোজক জুটি বক্স অফিসকে দিয়েছেন, বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিও। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১৬ বছর পর ২০০৯ সালে নতুন একটি ছবিতে আবারো জুটি বাঁধেন এই দুজন। ছবির নাম রঙ্গিলা রাজা।
তবে নয় বছর পেরিয়ে গেলেও আজও আলোর মুখ দেখেনি পেহলাজ নিহালীনি প্রযোজিত এই ছবিটি। কমেডি ঘরানার যে ছবিটির পরিচালক সিকান্দার ভারতী।
গুণী এই অভিনেতার অভিযোগ চক্রান্তের কারনেই দীর্ঘতর হচ্ছে রঙ্গীলা রাজার মুক্তির প্রহর।
এদিকে ১৬ নভেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও সিবিএফসি আবারো আটকে দিয়েছে ছাড়পত্র। বাদ দিতে বলেছে ২০টি দৃশ্য, যদিও এই নির্দেশের বিরুদ্ধে সোমবার মুম্বাই হাইকোর্টে আপিলও করেছেন প্রযোজক পেহলাজ নিহালানি।
ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ। যেখানে এক ভাই ব্যবসায়ী আর অন্যজন সরল প্রকৃতির ধার্মিক।