'জালেবি' নামের ছবিটি মুক্তি পাবে ১২ অক্টোবর। উজান ও সুদীপা যাদের সম্পর্কের শুরুটা ভ্রমণে। ঘুরতে এসে টুরিস্ট গাইড উজানের সাথে প্রেমে বাঁধনে জড়ান সুদীপা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত 'প্রাক্তন' মুক্তি পায় ২০১৬ সালে। ১৩ বছরের বিরতি ভেঙে তাদের ফেরাটা নতুন এক মাইলফলক ছিলো টালিউডে। দুই বছর পর আবারও সেলুলয়েডের পর্দায় প্রাক্তন। তবে তা বাংলায় নয় হিন্দি ভাষায়। পুষ্পদ্বীপ ভার্তবাজ পরিচালিত রিমেক ছবিটির নাম জালেবি। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বরুণ মিত্র এবং রেহা চক্রবর্তী। আরো আছেন; দিগঙ্গানা সূর্যবংশী, অর্জুন কানোনগো, পোর্তি আরিয়া ও আনইয়া দুরেজা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ১২ অক্টোবর মুক্তি পাবে 'জালেবি'।