অবশেষে গুঞ্জনই সত্য হলো। চার হাত এক হচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীত শিল্পী নিক জোনাসের। শনিবার সকালে প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে তাদের আশীর্বাদ। পরে সম্পন্ন হয় বাগদানও।
দুপুরে হবু দম্পতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন তারা। যা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকাল থেকেই তারকাদের ভীড় প্রিয়াঙ্কার বাসভবনে। পাঞ্জাবী রীতি মেনেই বিয়ের আগে হয়েছে; তাদের রোকা অনুষ্ঠান। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সকাল থেকেই ছিলো বিশেষ পূজো। এরপর হয় বাগদানের আনুষ্ঠানিকতা। এসময় হালকা হলুদ রঙের পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা আর নিকের পরনে ছিলো সাদা চুড়ি পাঞ্জাবি।