ধর্ষণ মামলা খারিজের আবেদন করেছেন, হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইন। শুক্রবার অভিযোগকারীর ইমেইলের ওপর ভিত্তি কোরে ওই আবেদন করেন, তার আইনজীবী।
১৫৯ পৃষ্ঠার আবেদনে দাবি করা হয়, ধর্ষণের ঘটনার পরও; ওয়াইনস্টেইনের সাথে আবেগঘন ই-মেইল চালাচালি করেন, অভিযোগকারীনি। এতে প্রমাণিত হয়, জোর কোরে কোনো যৌন সম্পর্কে যাননি, ওয়াইনস্টেইন। তবে, এখনো এ বিষয়ে কোন মন্তব্য করেননি আদালত ও মামলার বাদী। এ পর্যন্ত ৬টি অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন ওয়াইনস্টেইন।