channel 24

সর্বশেষ

  • গঠনগত সমস্যায় ভেঙে যাবে ঐক্যফ্রন্ট: ওবায়দুল কাদের

  • দল পুনর্গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: ফখরুল

  • বিপিএল: সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা...

  • সিলেট ১৫৮/৮ (ওয়ার্নার ৬৩), ঢাকা ১৬৩/৪ (সাকিব ৬১*)

উত্তম কুমারের জীবনী নিয়ে ডকু 'যেতে নাহি দিবো'

উত্তম কুমারের জীবনী নিয়ে ডকু 'যেতে নাহি দিবো'

অনবদ্য অসাধারণ অতুলনীয়; তার অভিনয়ে যুক্ত হয় এমন নানা উপমা। সময়-কাল ছাপিয়ে তার একেকটি সিনেমা এখনও তৈরি করে ভিন্নরকম আবেদন; হৃদয়ে জাগায় শিহরণ। বলছি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের কথা। সেই কিংবদন্তীর জীবনী নিয়ে পরিচালক প্রবীর রায় তৈরি করেছেন ডকু ড্রামা 'যেতে নাহি দিবো'।
মৃত্যুর পর পেরিয়ে গেছে ৩৮টি বছর। কিন্তু অভিনয়ের দ্যুতিতে এখনও সিনেমাপ্রেমীদের হৃদয়ে জ্বলজ্বলে এক নাম 'উত্তম কুমার'।
চলচ্চিত্রের সেই মহানায়কের জীবনের বিভিন্ন তথ্য নিয়ে নির্মিত ডকু ড্রামা 'যেতে নাহি দিবো'। প্রবীর রায়ের পরিচালনায় যেখানে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায়।
স্টুডিওপাড়ায় এক সময় ফ্লপমাস্টার হিসেবে পরিচিতি থাকা উত্তম কঠোর পরিশ্রমে হয়ে ওঠেন মহানায়ক। 'যেতে নাহি দিবো'তে তুলে ধরা হয়েছে সেই সংগ্রামমুখর জীবনের গল্পই।
শুধু বাংলা নয়; অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। অভিনয়ের পাশাপাশি কখনো কখনো দেখিয়েছেন কণ্ঠের মুন্সিয়ানাও।
সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্রে আরও অভিনয় করেছেন মল্লিকা সিনহা রায়, পিউ পাল, অমিত ভটাচার্য, স্বস্তিকা দত্ত।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিনোদন খবর