আড়াই ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয় জাতীয় নির্বাচন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দাবি, এরই মধ্যে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে, নির্বাচনের পরিবেশ নিয়ে যেসব অসুবিধা আছে তা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ইসিকেই ভূমিকা রাখতে হবে।
এই বৈঠক বা নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করেন নি রাষ্ট্রদূতরা।