এদিকে, এখন পর্যন্ত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি তেমন কোনো দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এনিয়ে অসন্তোষ জানিয়েছেন তিনি। ইসিতে কমিটির সাথে বৈঠকে সিইসি এসব বলেন।
গত ২৫ নভেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে গঠন করা হয় ১২২টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি। নির্বাচনের আচরণ বিধি পর্যবেক্ষণ ও অভিযোগের তদন্ত করাই যাদের মূল কাজ। বুধবার কমিশন কার্যালয়ে এই কমিটির উদ্দেশ্যে ব্রিফ করে কমিশন।
যার উদ্বোধনী বক্তব্যে সিইসি এই কমিটির এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষেভ প্রকাশ করেন। কমিটির সদস্যদের পূর্ণ ক্ষমতা নিয়ে মাঠে থাকার নির্দেশ দেন তিনি।
এর আগে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনাররাও। এসময় ইসি মাহাবুব তালুকদার, সবার জন্য সমানভাবে আইন প্রয়োগের নির্দেশনা দেন তিনি।
আর ভয় ভীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন অন্য কমিশনাররা।