channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২৪ ঘন্টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (৪ ডিসেম্বর) এ আদেশ দেন।

গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহন করেনি ঢাকার রিটার্নিং অফিসার কেএম আলী আজম। পরে ওই মনোনয়নপত্র ইসিতে জমা দেন আব্বাস।

কিন্তু কোন সিদ্ধান্ত না পাওয়ায় মির্জা আব্বাস হাইকোর্টে রিট করেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

রায়ের পর এহসানুর রহমান বলেন, মির্জা আব্বাস গত ২৮ নভেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়েও পারেননি। পরে ১ ডিসেম্বর এটি নির্বাচন কমিশন অফিসে জমা দেয়া হয়। এর পর হাইকোর্টে রিট করা হয়। আজ শুনানি নিয়ে আদালত এক নম্বর বিবাদীকে (নির্বাচন কমিশনের পক্ষে সিইসি) মির্জা আব্বাসের মনোনয়নপত্র চার নম্বর বিবাদীর (রিটার্নিং কর্মকর্তা) কাছে পাঠাতে বলা হয়েছে। আর রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে এ মনোনয়ন যাচাই-বাছাই করতে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

একাদশ জাতীয় নির্বাচন খবর