রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন। গত কয়েকদিনের নদী ভাঙনে বিলীন হয়েছে এখানকার শতাধিক ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। সব কিছু হারিয়ে নিঃস্ব অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
ভাঙনের কারণে ঝুঁকিতে দৌলতদিয়া ঘাট। তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাজবাড়ী জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: আরিফ সরদার বলেন, হঠাৎ করে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে।
এদিকে, তীব্র ভাঙনের মুখে রয়েছে রাজবাড়ী জেলার দেবগ্রাম ও ছোট ভাগলা ইউনিয়ন।