ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে মৃত সিরাজুল ইসলাম (৪০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত রবিবার ডেঙ্গু রোগে আক্রন্ত হয়ে সিরাজুল ইসলাম শিবচর হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে গত সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হলো।