channel 24

সর্বশেষ

 • ঢাকায় স্বাস্থ্য ভবনের সামনে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ

 • সুনামগঞ্জে বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

 • প্রকৃতির নিস্তব্ধতায় সাফারী পার্কে আফ্রিকান কমন ইলান্দ ও জেব্রা শাবকের জন্ম

 • ঢাকায় পৌঁছেছেন মন্ত্রী বীর বাহাদুর

 • বাঙালির মুক্তির সনদ ৬-দফা

 • করোনার প্রভাবে বন্ধ খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেললাইনের কাজ; বাড়ছে মেয়াদ ও খরচ

 • সংকটে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, বিপাকে ব্যবসায়ীরা

 • বাজেটে ঘাটতি জিডিপির পাঁচ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আভাস

 • যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভের ১২তম দিনে লাখো মানুষের ঢল

 • সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনো সংকটাপন্ন

 • গণপরিবহনে জীবাণুনাশকের বদলে সাবান-পানির স্প্রে

 • করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিগগিরই চালু হচ্ছে না পাসপোর্টের বায়ো এনরোলমেন্ট

 • চট্টগ্রামে স্বাস্থ্যবিভাগের হিসাবের চেয়ে মৃত্যু চারগুণ বেশি!

 • ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত

 • মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

ধামইরহাটে মেডিক্যাল এসিস্ট্যান্টকে জুতা মারার অভিযোগ রোগীর বিরুদ্ধে

ধামইরহাটে মেডিক্যাল এসিস্ট্যান্টকে জুতা মারার অভিযোগ রোগীর বিরুদ্ধে

নওগাঁর ধামইরহাটে চিকিৎসা নিতে আসা রোগী ফজলে রাব্বী নামে এক মেডিক্যাল এসিস্ট্যান্টকে জুতা ছুড়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন হাসপাতালটির স্বাস্থ্য প্রশাসক ডা. আসাদুজ্জামান।

সোমবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের আউটডোরে এই ঘটনা ঘটে।

মেডিক্যাল এসিস্ট্যান্ট রাব্বী জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) যথারীতি হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দিচ্ছিলেন তিনি। এ সময় উত্তর চকযদু গ্রামের আবুল কাশেমের ৩ মেয়ে হাসপাতালে লাইন ছাড়াই চিকিৎসকের রুমে ঢুকে পড়ে। লাইনভেঙ্গে জোর করে প্রবেশ করা ঠিক নয়, এ কথা বলাতেই রোগী জান্নাতুন মারমুখী হয়ে উঠেন। মাথা ঠান্ডা রেখে তাদের সমস্যার কথা জানতে চাইলে রোগী জান্নাতুন বলেন, তাকে কৃমির ঔষধ দিতে। কৃমির ঔষধ সাপ্লাই নাই বলাতে তিনি ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং এক পর্যায়ে পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন।

এদিকে ঘটনার পর কিছুক্ষনের কর্মবিরোতি পালন করেন চিকিৎসকরা।

পরে হাসপাতালটির স্বাস্থ্য প্রশাসক ডা. আসাদুজ্জামান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন এমন নেক্কার জনক ঘটনা মেয়ে নেয়া যায়না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করারো দাবী জানান তিনি।

নওগাঁর সিভিল সার্জন ডা. মোমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর