ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কাজীরবেড় ইউনিয়ন। সেখানে গেলে রাস্তায় দেখা মেলে হাঁসের জলকেলি। আর মহাসড়কে বিকল হওয়া গাড়ি।
গত কয়েক বছরে দত্তনগর বাজার থেকে জিন্নহনগর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের এই দশা। এতে ভোগান্তিতে এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।
ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলার স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, কয়েক বছর ধরেই এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু সমস্যার কোন সমাধান হচ্ছে না।
এদিকে, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, মহেশপুরের কয়েকটি রাস্তা উন্নয়নের জন্য চারটি প্যাকেজ টেন্ডার হয়। ৩ ও ৪ নম্বর প্যাকেজ দুটির কাজ শেষ হয়েছে। কিন্তু টেন্ডারের সময় ওই ১৮ কিলোমিটার রাস্তা কম ভাঙা থাকলেও এখন বেড়েছে। তাই নতুন করে টেন্ডার দেয়া হবে।
আঞ্চলিক ওই মহাসড়ক দিয়ে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া, নেপা, শ্যামকুড়, কাজীরবেড় ও স্বরূপপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ যাতায়ত করেন।