channel 24

সর্বশেষ

  • ভোটের তারিখ পরিবর্তনে সরকারের আপিত্ত নেই: কাদের

  • বিএনপির সমর্থনে জনগণ রাস্তায় নেমে এসেছে: মির্জা ফখরুল

  • ভোট ও পূজা একদিনে হলেও আইন-শৃঙ্খলার অবনতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

গাইবান্ধায় নদীতে বিলীন ১২টি বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

গাইবান্ধায় নদীতে বিলীন ১২টি বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

গাইবান্ধায় দুদফা বন্যায় বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ১২টি বিদ্যালয়। এতে খোলা আকাশের নিচে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীদের একসাথে পড়াতে গিয়ে মনযোগ হারিয়ে ফেলছেন শিক্ষকরাও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, বরাদ্দ পেলেই ভবন নির্মাণ করা হবে।

গাইবান্ধায় দুদফা বন্যায় বাঁধ ভেঙে নদীতে বিলীন বিদ্যালয় ভবন। তাই কোনোরকম তৈরি করা অস্থায়ী কাঠামোর নিচে গাদাগাদি করে ক্লাস করছে শিশুরা। সামনেই সমাপনি পরীক্ষা। তারপরও শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায়, কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি।

বন্যায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জসহ অন্যান্য এলাকার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যায়। পানি নেমে যাওয়ার পর ২০৮টির ক্লাস শুরু হলেও বাকিগুলো এখন নদীগর্ভে।

গাইবান্ধা জেলার প্রথামিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন, ভেঙে যাওয়া ভবন নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানান তিনি।  

ভেঙে যাওয়া স্কুলগুলোর মধ্যে গাইবান্ধা সদরের ৫টি, ফুলছড়িতে ৫টি ও সুন্দরগঞ্জ উপজেলায় রয়েছে ২টি।

নিউজটির বিস্তারিত ভিডিও প্রতিবেদনে-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ 24 খবর