অল্প বয়সে বিয়ে হলেও জীবনে কিছু করার স্বপ্ন থেকে নিজ উদ্যোগে মুরগির খামার গড়ে তুলেন জয়পুরহাটের নারী উদ্যোক্তা সাজেদা বেগম।
বাবা-মার অভাবের সংসারের কারনে এসএসসি পাশ করেই বিয়ের পিড়িতে বসতে হয় তাকে। স্বাবলম্বী হওয়ার ইচ্ছে থেকে ২০০৩ সালে মাত্র জয় হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন লেয়ার মুরগি লালন-পালন। লাভও হয় ভালো।
আরো এগিয়ে যেতে বিভিন্ন স্থান থেকে কৃষি বিষয়কসহ ৬টি প্রশিক্ষণ নেন। গড়ে তুলেন হাসঁ-মুরগি, ছাগল, ভেড়াসহ মৎস্য খামার। তার এই উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অন্যরাও।
সাজেদা বেগমের মতো সকল উদ্যোক্তাদের উদ্বদ্ধু করাসহ নানামুখি পদক্ষেপের কথা জানালেন প্রাণি সম্পদ বিভাগের এই কর্মকর্তা।
একসময় সমাজের সকল নারী স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অংশ নিবে এমনটাই আশা সাজাদা বেগমের।