সব বাবা-মায়েরই প্রত্যাশা থাকে সন্তানের সুস্থ জীবন। জমজ সন্তানের প্রতিও আগ্রহটা কম থাকে না। তবে নরসিংদীতে দরিদ্র ইসমাইল মিয়ার ও সুমি আক্তারের ঘরে জন্ম নেয়া যমজ ছেলে সন্তান নিয়ে বিশাদের সুর। পেট ও বুক জোড়া লাগানো এই যমজ সন্তানের চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় নবজাতকের বাবা-মা।
সপ্তাহ খানেক আগে নরসিংদীর বেলাবো উপজেলার হোসেনপুর গ্রামের ইসমাইল মিয়া ও সুমি আক্তারের ঘরে আলো জ্বেলে জন্ম নেয় ফুটফুট ছেলে যমজ সন্তান। তবে এই আনন্দ রূপ নিয়েছে দুচিন্তায়।
শিশু দুটি জন্মের পর দেখা যায় মাথা ও কাঁধের নিচ থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। হাত, পা ও মাথা আলাদা অবস্থায়। খাবারও খাচ্ছে আলাদা আলাদাভাবে।
নবজাতকের বাবা-মায়ের কণ্ঠে তাই বিশাদের সুর। সন্তানের চিকিৎসার কথা ভবে সরকারের সহযোগিতা চান তারা। দরিদ্রের ঘরে জন্ম নেয়া এই নবজাতকদের নিয়ে উদ্বিগ্ন গ্রামবাসীসহ জনপ্রতিনিধিরা।
চিকিৎসক বলছে, শিশু দুটিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে তাদের আলাদা করা প্রয়োজন। এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ থেকেও আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।