বিভাগীয় হাসপাতাল, জেলা হাসপাতাল ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগীরা ভর্তি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। উপজেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তকরণ সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় দেখা দিয়েছে জটিলতা। এতে আতঙ্কে বাড়ছে জনমনে।
এদিকে পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে। চিকিৎসা নিয়ে সন্তুষ্টি জানালেও হাসপাতালের পরিবেশ নিয়ে অভিযোগ করছেন রোগী ও স্বজনরা।