পুলিশ জানায়, দুপুরে লালমনিরহাটের বড়বাড়ী থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিলো একটি অটোরিকশা। কাঠালবাড়ি কলেজের পাশে অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মিনিবাস। এতে আহত ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
নিহতরা হলেন- অটোরিক্সা চালক মানিক (৩৫), সদর উপজেলার করিমের খামার গ্রামের মোস্তফা (৪২), তার স্ত্রী জোসনা (৩২), তাদের নানী আমেনা (৭৫)। এদের মধ্যে অটোরিক্সা চালক মানিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহত মোস্তফা-জোসনা দম্পতির মেয়ে মিম (১৫) ও আরেক যাত্রী জাহেদুল (৪৫) গুরুতর আহতাবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।