সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নজরুল সোমবার (২২ জুলাই) সকালে বাজার করে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় তিনি পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নজরুল গুলিবিদ্ধ হয়ে কাসেমপুর হাজামপাড়ায় এসে মোটরসাইকেল থেকে পড়ে যান। সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরপরই এলাকাবাসী সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করেছে।
এর আগে নজরুল ইসলামের ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল দুর্বৃত্তরা। বছর দুয়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।