রোববার (২১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
মোহাম্মদ শাহ আলম জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সিভিল সার্জন শাহাদৎ হোসেন হাজরা। রোববার সকালে জেলা প্রশাসকের সমন্বয় সভায় অংশ নেয়ার সময় অসুস্থ বোধ করলে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। বিকেল চারটার দিকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া দশটার সোহরাওয়ার্দী মেডিকেলে তার মৃত্যু হয়।