একদিকে আন্দোলন অন্যদিকে নাগরিক দুর্ভোগ। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বেকায়দার সাধারণ মানুষ।
ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান থাকায় জন্মনিবন্ধন ও নাগরিক সনদপত্র নিয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা।
সপ্তাহখানে ধরে আন্দোলন চলায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে শহরগুলো। আর রাতে সড়কবাতির আলো না জ্বালানোয় অপরাধ বাড়ার শঙ্কায় স্থানীয়রা।
পৌর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে বেকায়দায় পড়েছেন জনপ্রতিনিধিরাও। বিকল্প উপায়ে নাগরিক সেবা দেয়ার কথা ভাবছেন তারা।
তবে আন্দোলনের কারণে সেবা বঞ্চিত থাকার প্রতিবাদে এরইমধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।
জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ধরন পাল্টানোর আহ্বান জানিয়েছেন নাগরিকরা।