পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে দোগাছী গ্রামের তাঁত শ্রমিক শাহাদতের স্ত্রী আঙ্গুরী বেগম ঘরেই ছিলেন। এসময় কে বা কারা এসিড নিক্ষেপ করে। এতে, আঙ্গুরীর মুখ, পিঠ ও হাত ঝলসে যায়।
আঙ্গুরী খাতুন উপজেলার ভদ্রঘাটের ওদাগাছী গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী।
বুধবার (১৭ জুলাই) সকালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসক জানান, ভূক্তভোগী গৃহবধুর শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে।