বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, এক খণ্ড জমির জন্য ভাতিজা দুলা মিয়াকে খুন করেছে চাচা। আসামী সাদেক বিজিবি সদস্য।
গত ১৮ জুন দুলা মিয়ার মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ জানায়, এক কিশোরের তোলা মাইক্রোবাসের ছবি থেকে তারা হত্যাকাণ্ডের ক্লু পান। প্রধান আসামী সাদেককে এখনও আটক করা হয়নি বলে জানিয়েছে পুালিশ। আটকদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলেও জানায় পুলিশ।