channel 24

সর্বশেষ

  • আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য: কাদের

  • সরকারই আদালত অবমাননা করেছে: ফখরুল

  • চট্টগ্রামে মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

  • ট্রাম্পকে অভিসংশনে খসড়া প্রস্তাব তৈরিতে হাউজ জুডিশিয়ারি কমিটিকে স্পিকারের নির্দেশ

  • পেনশন সংস্কারের বিরুদ্ধে ধর্মঘটে অচল ফ্রান্স

'লাল সবুজের পতাকার স্কুল'

'লাল সবুজের পতাকার স্কুল'

টাকার অভাবে পঞ্চম শ্রেণির পর আর পড়া হয়নি। সেই কষ্টকে শক্তি বানিয়ে এখন পড়াচ্ছেন ছিন্নমূল শিশুদের। নারায়ণগঞ্জের চাষাড়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রতি বিকেলে বসে শুভ চন্দ্র দাসের 'লাল সবুজের পতাকার স্কুল'। নিজের চায়ের দোকানের আয়ের পুরোটাই খরচ করেন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। তার কাছ থেকে অক্ষর জ্ঞান নিয়ে অনেক শিশুই এখন পড়ছে স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে।

'আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি' সত্যিই এমনই শপথটা হয়তো নিজের জীবনে লালন করে চলেছেন শুভ চন্দ্র দাশ। টাকার অভাবে নিজে পড়তে পারেননি বলে অন্য আর দশটি শিশু পড়াশুনা না করে ঘুরে বেড়াবে সেটা ভাল কিছু নয় বলেই মনে করেন শুভ চন্দ্র দাস।

আর তাই তো, সাধ্যের মধ্যে সবটুকু দিয়েই চেষ্টা করছেন ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে। সাধ আর সাধ্যের মাঝে বিস্তর ফারাক হলেও শুভ চন্দ্র দাসের জীবনের চাওয়া পাওয়ার মাঝে ছিন্নমূল শিশুদের নিয়ে ভাবনাটার প্রাধান্যই বেশি। মা-মাটির এই বাংলাদেশে শুভদের এমন আগমন ঘটুক এমনটা্ প্রত্যাশা সব সময়।

বিস্তারিত দেখুন ভিডিওতে-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

চ্যানেল 24 বিশেষ খবর