মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শহরের সোহরাওয়ার্দী কলেজের সামনে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
পুলিশ জানায়, স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ ও মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধে গেল ৭ জুলাই মাগুরার শিবরামপুরে সহপাঠি শামিম ও রবিনের ভাড়াটে খুনি সোহেলের ছুরিকাঘাতে খুন হন লিসান।