সোমবার (৮ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিফাত শরীফ হত্যা মামলায় রিফাত ফরাজী গত ৩ জুলাই থেকে রিমান্ডে ছিলেন। ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড, রিফাত ফরাজী ও সহযোগীরা।