স্থানীয়রা জানায়, গত শুক্রবার বলরামপুর গ্রামে ঈমান আলীর বাড়িতে মিলাদে খিচুড়ি দেয়া হয়। শনিবার সকালেও সেই খিচুরি খান অনেকে।
গতকাল হঠাৎই ২৭ জন অসুস্থ হয়ে পড়লে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর হাসপাতালে নেয়ার আগেই মারা যান সুমি নামে এক কিশোরী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। এছাড়াও সেখানে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।