২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁয়ের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা।
ঈদের খুশির দিনে বোমা আর গুলির শব্দে কেঁপে ওঠে শোলাকিয়া ময়দানের আশপাশ। হামলায় দুই পুলিশ সদস্য, এক গৃহবধুসহ নিহত হন পাঁচজন।
আজও সেই দুঃসহ স্মৃতি তাড়িত করে এলাকার মানুষকে। হামলায় নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার পাশাপাশি এ হামলায় জড়িতের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ সুপার।